ক দিয়ে মেয়েদের ইসলামিক নাম নিয়ে লেখা আর্টিকেলে আপনাকে স্বাগতম। ক (ইংরেজিতে K/ Q) দিয়ে সেরা সকল মেয়েদের ইসলামিক নাম আপনারা আর্টিকেলটির মধ্যে পেয়ে যাবেন।
ইসলামিক পরিবারে জন্ম নেওয়া প্রত্যেক নবজাতক সন্তানের (ছেলে বা মেয়ে) ইসলামিক নাম রাখা উত্তম। আবু দাউদে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ “তোমাদের কিয়ামতের দিন তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম দিয়ে ডাকা হবে, সুতরাং তোমরা তোমাদের নামগুলো সুন্দর করো।” (সূত্র: আবু দাউদ, হাদিস নম্বরঃ ৪৯৪৮)। সুন্দর ইসলামিক নাম রাখা নিয়ে এ ধরনের আরো অনেক হাসিস রয়েছে। এসব থেকে বোঝা যায় সুন্দর ইসলামিক নাম রাখার গুরুত্ব।
সূচিপত্র
ক দিয়ে মেয়েদের ইসলামিক নাম
সেরা ক (K/ Q) দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ নিম্নে তালিকা আকারে দেওয়া হলো। এখান থেকে আপনি আপনার পছন্দের নামটিকে বেছে নিন। আশা করছি ক দিয়ে পছন্দের মেয়েদের ইসলামিক নামটি তালিকাটির মধ্যে পেয়ে যবেন।
নাম | নামের অর্থ | ইংরেজি |
---|---|---|
করিবা | নিকটবর্তী, ঘনিষ্ঠ | Qariba |
কুবরা | বৃহৎ, বড় | Kubra |
কুহল | সুরমা | Kuhl |
কারিমা দিলশাদ | উচ্চমনা মনোহাবিরনী | Karma Dilshad |
কালিমা | কথোপকথন কারিনী | Kalmia |
কামরুন্নিসা | মহিলাদের চাঁদ | Kamrun Nisa |
কুররাতুল আইন | নয়নমনি | Kurratul’ain |
কাতরুন | মহত্ত্ব | Qatrun |
কারীনা | সঙ্গিনী স্ত্রী | Karina |
ক্বিসমাত | ভাগ্য, অংশ, ভাগ | Qismat |
করিরা | আনন্দিতা | Karira |
কামারুন | চাঁদ | Kumarun |
কামরা | জোৎস্না, শুভ্র | Kamra |
কাওছার | জান্নাতের ঝরনা | Kawsar |
কিনানা | সাহাবির নাম | Kinana |
কিসমত গালিবা | ভাগ্য বিজয়ীনি | Kismat Galiba |
কাদিমা | অগ্রসর, আগত | Kadema |
কাজেমা | ক্রোধ সম্বরণকারিণী | Kazema |
কাতেমা | যে নারী অপরের দোষ গোপন রাখে | Katima |
কুদরত | শক্তি, ক্ষমতা | Kudrat |
কানিজ | অনুগতা | Kanji |
কাদীরা | শক্তিশালী, সমর্থ | Kadira |
কানিজ ফাতিমা | অনুগতা নিষ্পাপ | Kanji Fatimah |
কামেলা | পরিপূর্ণ, পূর্ণাঙ্গ | Kamela |
কালিমা মুশতারী | কথোপকথন কারি বৃহস্পতি গ্রহ | Kalim Moshtri |
কাওকাব | তারকা | Kaukab |
কাসীবা | উপার্জনকারী | Kaseba |
করিনা হায়াত | জীবন সঙ্গিনী | Karina Hayat |
কালিমাতুনমুন্নিসা | কথোপকথন কারি রমণী | Kalimatun Nisa |
কাওয়াবাত | সন্ধ্যা তারা | Kawkabat |
কাবশা | দুম্বা | Kabsha |
কাদিরা | শক্তিশালী | Qudera/ Kadira |
কুতরুন্নাদা | সুগন্ধময় কাঠের টুকরো | Kuatrun nada |
কারীমা | দানশীলা, উচ্চমনা | Karima |
কাসিমাতুন নাযীফাহ | পরিচ্ছন্ন চেহারা | Quasimatun Naziah |
কাসিদা মুকাররামা | সংবাদ বহনকারিণী সম্মানিত | Quasida Mukarrama |
কুলছুম বেগম | দানশীলা মহিলা | Kulsum Begum |
কাসীদা | গীত, কবিতা | Qasida |
কাসিমাত | সৌন্দর্য, চেহারা | Kasimat |
কাত্বরুন্নাদা | মহত্ত্বের বিন্দু | Kuatrunnada |
করিনা | সঙ্গিনী | Qarina/ Karina |
কুলছুম | দানশীলা | Kulsum |
কায়েদা | নেত্রী, প্রধান, লিডার | Kayeda/ Qaieeda |
কাওকাব হাসনা | চমৎকার তারকা | Kaukab hasna |
কানিজ মাহফুজা | অনুগতা সুরক্ষিতা | Kanji mahfuza |
কুবরা মারজানা | বড় মুক্তা, বৃহৎ প্রবাল | Kubr Marjana |
কুদওয়া | আদর্শ | Kudwa |
উপসংহার
ক (K/ Q) দিয়ে সেরা সকল মেয়েদের ইসলামিক নাম নিয়ে আর্টিকেলটি সাজানো হয়েছে। ক দিয়ে মেয়েদের ইসলামিক নাম নিয়ে লেখা আর্টিকেলটি আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন। ক ছাড়াও আরো অন্য কোন বর্ণ দিয়ে মেয়েদের ইসলামিক নাম আমাদের ওয়েবসাইটে প্রকাশিত রয়েছে। আপনার চাইলে সেগুলোও দেখে পারেন। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থেকে আর্টিকেলটি পড়ার জন্য।